মহাকাশ বিজ্ঞান
তবে কি ২৯ সেপ্টেম্বর রাত থেকে মানুষ দুটি চাঁদ দেখবে!!
আকাশে দুই মাস পর্যন্ত দেখা যাবে এই চাঁদ অথবা এই চাঁদ মানবজাতির জন্য কি কোন হুমকি ?
এইসব বিষয় নিয়েই থাকছে আজকের এই পোস্ট।
দ্বিতীয় চাঁদ পেতে যাচ্ছে পৃথিবী। ২৯ সেপ্টেম্বর কক্ষপথে ঢুকে যাবে একটি গ্রহাণু, যাকে বিজ্ঞানীরা দ্বিতীয় চাঁদ বলছে। যা অনেকটা অতিথির মতো এবং এই সময় বেশি দীর্ঘ হবে না তা হবে মাত্র দুই মাস।
বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পৃথিবীতে প্রদক্ষিণ করবে এ গ্রহাণু। যার নাম দেওয়া হয়েছে 20 24 PT5 এবং এই গ্রহাণুকে মিনি মুন ও বলা হচ্ছে ।
"আমেরিকার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি" এর গবেষণায় বলা হয়েছে "মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয় " এর গাণিতিক অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস বলেছেন এই গ্রহাণুটির ব্যাস প্রায় 37 ফুট যা চারতলা ভবনের সমান উঁচু।
গত ৭ই আগস্ট নাসার দক্ষিণ আফ্রিকা ভিত্তিক "অ্যাস্ট্রয়েড স্টোরিয়াল ইফেক্ট লাস্ট এলার্ম সিস্টেম বা অ্যাটলাস" ব্যবহার করে এই গ্রহাণুর সন্ধান পান গবেষকরা।
এর আগেও অনেক গ্রহাণু পৃথিবীর দিকে এসেছে তবে বায়ুমন্ডলে প্রবেশ করার সাথে সাথেই তা শূন্যে পুড়ে ছাই হয়ে যায়।
কিন্তু 20 24 PT5 গ্রহাণু একটু ভিন্ন। কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস বলেন, কোন বস্তুকে পৃথিবীর চাঁদে পরিণত হতে হলে সঠিক গতি ও দিক মেনে পৃথিবীর দিকে আসতে হয়। মিনি মুনে পরিণত হতে হলে ঘন্টায় ২,২৩৭ মাইল গতিতে পৃথিবীর ২৮ লাখ মাইলের মধ্যে আসতে হবে বলে জানানদে লা ফুয়েন্তে মার্কোস। আর 20 24 PT5 এই দিকগুলো মেনেই ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তবে এটি খালি চোখে দেখা যাবে না বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা ।কারণ গ্রহাণুটি অত্যন্ত ছোট তাই দূরবীন দিয়ে বা অপেশাদার টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ গ্রহাণুটি নিয়ে কোন বিপদ নেই বলে সেটাও জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। এই বিষয় এ বিশেষজ্ঞরা আরো বলেন যে পৃথিবীকে ধ্বংস করতে হলে একটি গ্রহাণুকে অন্তত 60 মাইল অথবা তিন লক্ষ ফুট ব্যাসের হতে হবে এক্ষেত্রে 2024 PT5 গ্রহাণুটি অনেক ছোট। নাসার বিশেষজ্ঞরা আরো বলেন 57 দিন প্রদক্ষিণ শেষে এ গ্রহাণুটি ফিরে যাবে হেলিও সেন্ট্রিক অরবিট অথবা সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে। এটাই পৃথিবীর সর্বপ্রথম অতিথির চাঁদ না এর আগেও পৃথিবী এমন ইতিহাসের সাক্ষী হয়েছে । সর্বশেষ, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর কক্ষপথে 20 24 CD3 গ্রহাণু দেখতে পায় বিজ্ঞানীরা। পরবর্তীতে জানা যায় সনাক্ত হওয়ার কয়েক বছর আগে থেকেই এ গ্রহাণুটি পৃথিবীকে প্রদক্ষিণ করছিল।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url